উত্তর ২৪ পরগণা জেলার পূর্ব খিলগাপুর গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামের আমজাদ আলি নামের এক যুবক তিনদিন ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাত্রে ওই যুবকের বাড়াবাড়িভাবে পেট ব্যাথা শুরু হওয়ায় পরিবারের লোকেরা তাঁকে নিয়ে বারাসাত মেডিক্যাল কলেজে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগে দেখানোর সময় ডাক্তাররা অমানবিক আচরণ করেন বলে অভিযোগ করেন পরিবারের লোকেরা। চিকিৎসা না করে তাঁদের গালিগালাজ করে বাইরে বের করে দেন বলে অভিযোগ। এরপরে আমজাদকে ওই অবস্থায় বাসাতের অন্য এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের লোকজন। সেখানেই তাঁকে ভর্তি করা হয়। শুক্রবার এই বিষয়ে বারসাত থানায় ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আমজাদের পরিবারের লোকেরা।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চিকিৎসা না পেয়ে মৃত পরিবারগুলির প্রতি সাহায্যের হাত বারিয়ে রাজ্য সরকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ২ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।