• ডাক্তাররা আন্দোলনে, চিকিত্‍সার বদলে হাসপাতালে গিয়ে এবার ঘাড়ধাক্বা খেতে হল বারাসাতের আমজাদকে!
    ২৪ ঘন্টা | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর কাণ্ডের জেরে আন্দোলনে নেমেছেন বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা। শাসকদল বারবার অভিযোগ তুলেছে হাসপাতালের চিকিৎসা পরিষেবা বন্ধ নিয়ে। চিকিৎসার অভাবে রোগীমৃত্যুর ঘটনাও ঘটেছে গত কয়েকদিনে। মুখ্যমন্ত্রী নিজে সমাজমাধ্যমে এবিষয়ে পোস্ট করে লেখেন, 'এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে জুনিয়র ডাক্তারদের দীর্ঘ টানা কাজ বন্ধ রাখার কারণে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। যার কারণে আমরা ২৯টি মূল্যবান প্রাণ হারিয়েছি।'  এবার ডাক্তারদের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠল। রাত্রিবেলায় জরুরি বিভাগে ডাক্তার দেখাতে এসে রোগী ও তার পরিবারকে গালিগালাজ করে বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠল বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে। 

    উত্তর ২৪ পরগণা জেলার পূর্ব খিলগাপুর গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামের আমজাদ আলি নামের এক যুবক তিনদিন ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাত্রে ওই যুবকের বাড়াবাড়িভাবে পেট ব্যাথা শুরু হওয়ায় পরিবারের লোকেরা তাঁকে নিয়ে বারাসাত মেডিক্যাল কলেজে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগে দেখানোর সময় ডাক্তাররা অমানবিক আচরণ করেন বলে অভিযোগ করেন পরিবারের লোকেরা। চিকিৎসা না করে তাঁদের গালিগালাজ করে বাইরে বের করে দেন বলে অভিযোগ। এরপরে আমজাদকে ওই অবস্থায় বাসাতের অন্য এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের লোকজন। সেখানেই তাঁকে ভর্তি করা হয়। শুক্রবার এই বিষয়ে বারসাত থানায় ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আমজাদের পরিবারের লোকেরা। 

    উল্লেখ্য, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চিকিৎসা না পেয়ে মৃত পরিবারগুলির প্রতি সাহায্যের হাত বারিয়ে রাজ্য সরকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ২ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

  • Link to this news (২৪ ঘন্টা)