• পুজোয় ভিড় সামলাতে ২০ জোড়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • সুমন তেওয়ারি, আসানসোল: পুজোর ছুটিতে বাঙালির বেড়ানোর পরিকল্পনা প্রায় সারা। কেনকাটা সেরে ঘুরতে যাওয়ার প্রস্তুতি এখন তুঙ্গে। করোনা মহামারির দ্রোহকাল বাদ দিলে প্রায় প্রতি বছরই বাঙালি পুজোর টানা ছুটিকে হাতছাড়া করে না। কেউ পাহাড়ে তো কেউ বা জঙ্গলে। কেউ বা সমুদ্রে। আবার সাত সমুদ্দর ডিঙিয়ে বিদেশে যাওয়ার প্রবণতা ইদানীংকালে বেড়েছে। মোদ্দা কথা হল, পুজো মানেই একঘেঁয়েমি জীবন ছেড়ে একটু বৈচিত্রকে খুঁজে দেখা। এবছর সেই ট্রেন্ডটা খানিক বেশি। অতন্ত আইআরসিটিসির পোর্টালই তা জানান দিচ্ছে। বোধন থেকে বিসর্জন, একাদশী থেকে লক্ষ্মীপুজো—ভ্রমণের দু’টি পর্যায়েই টিকিটের হাহাকার। প্রতিটি পছন্দের ট্রেনের ওয়েটিং লিস্ট ১০০ ছাপিয়ে গিয়েছে। যাঁদের কনফার্ম হয়নি, তাঁরা নিরাশ হয়ে বসে রয়েছেন। তা হলে উপায়? 

    উপায় বের করতে আসরে নেমেছে পূর্ব রেল। এবার পুজোয় তারা এখনও পর্যন্ত বিশ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। মোট ৩৯২টি ট্রিপ করবে এইসব পুজো স্পেশাল ট্রেনগুলি। রেলের দাবি, টিকিটের যা হাহাকার শেষ মুহূর্তে হয়তো আরও বাড়তি আসনের ব্যবস্থা করতে হবে। রেল সূত্রে জানা গিয়েছে, স্পেশাল ট্রেনগুলি পুরী, দীঘা, এনজেপির পাশাপাশি হরিদ্বার, দিল্লি ও পুনে যাবে। পূর্ব রেলের উদ্যোগে একদিকে ওয়েটিং লিস্টে থাকা ভ্রমণপিপাসুরা আশার আলো দেখছেন। অন্যদিকে, নতুন করে ভ্রমণের পরিকল্পনা নিচ্ছেন অনেকেই। 

    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘পুজোর সময় বহু মানুষ মনের মতো জায়গায় ঘুরতে যান। পাশাপাশি বহু মানুষ বাড়ি ফিরে আসেন। পুজো কাটিয়ে আবারও কর্মক্ষেত্রে ফিরে যান। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার আমরা স্পেশাল ট্রেন চালিয়ে চার লক্ষ বাড়তি আসনের ব্যবস্থা করেছি।’ দশমীর দিনই দার্জিলিং পাড়ি দিতে চান? বন্দে ভারতে হাওড়া থেকে এনজেপি যাওয়া ট্রেনের সিসি কোচে ওয়েটিং লিস্ট বৃহস্পতিবার ১৩৫ দেখাচ্ছে আইআরসিটিসি পোর্টালে। অর্থাৎ, আসন পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। দার্জিলিং মেলের থার্ড এসিতে ওয়েটিং ১০৮, স্লিপারে ১০৩। শতাব্দী এক্সেপ্রেসে ওয়েটিং ৭৮, পদাতিক ও উত্তরবঙ্গ এক্সেপ্রেসের স্লিপারেও ওয়েটিং শতাধিক। একাদশীর দিন উত্তরবঙ্গ সফরের পরিকল্পনা করবেন তারও উপায় নেই। সেদিন আবার হাওড়া-এনজেপি বন্দে ভারত ট্রেনে ওয়েটিং ১০৭, দার্জিলিং মেলের থার্ড এসির ওয়েটিং ১১৬, উত্তরবঙ্গ স্লিপার ক্লাস ওয়েটিং ১০৯, কাঞ্চনকন্যার ওয়েটিং ৯৫। বাঙালির আর এক পছন্দের জায়গা নীলাচল বা পুরী। পুজোয় প্রভু জগন্নাথের দর্শন করবেন, তাতেও বাধ সাধছে ওয়েটিং লিস্ট। দশমীর দিন হাওড়া-পুরী বন্দে ভারতে ওয়েটিং লিস্ট ২০০ ছুঁই ছুঁই। শতাব্দী এক্সেপ্রেসের ওয়েটিং ৭৭, হাওড়া-পুরী সুপারফার্স্টের ওয়েটিং থার্ড এসিতে ১৩১, জগন্নাথ এক্সেপ্রেসের থার্ড এসিতে ওয়েটিং ১০৬। মরুরা‌঩঩঩জ্যে ভ্রমণের জন্য‌ হাওড়া খতিপুরা (জয়পুর) ও আসানসোল খতিপুরা পুজো স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। মালদা টাউন-দীঘা, কলকাতা-পুরী,  হাওড়া-এনজেপি, ভাগলপুর-হরিদ্বার, শিয়ালদহ-লখনউ, মালদা-পুনে, আসানসোল-আনন্দবিহার সহ কুড়িটি স্পেশাল ট্রেন চলবে। এতে যাত্রীদের অনেক সুবিধা হবে বলেই রেলকর্তারা আশাপ্রকাশ করেছেন।
  • Link to this news (বর্তমান)