• দিনভর স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন প্রশাসনিক আধিকারিকদের
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও প্রাইমারি স্কুলের অবস্থা খতিয়ে দেখতে দিনভর অভিযান চালালেন জেলা প্রশাসনের আধিকারিকরা। জেলার অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক থেকে শুরু করে বিভিন্ন দপ্তর ডেপুটি ম্যাজিস্ট্রেটরা স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে গিয়ে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মা ও শিশুর জন্য পর্যাপ্ত খাবার রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আধিকারিক জানতে চান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার ফুরিয়ে গেলে তা সময়মতো আনা হচ্ছে কিনা। অতীতে দেখা গিয়েছে, বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে শিশুদের খাওয়ানো সেই জায়গা অত্যন্ত নোংরা। আবার কোথাও কোথাও শিশুদের বসে খাওয়ার জায়গাও নেই। এইসমস্ত বিষয়গুলোও ঘুরে দেখেন তাঁরা। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রেকর্ড ও রেজিস্টার ঠিকঠাক ভাবে বজায় রাখা হচ্ছে কিনা তাও যাচাই করা হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনও কিছুর ঘাটতি থাকলে তা নথিবদ্ধ করে নেন প্রশাসনের আধিকারিকরা। সেইসঙ্গে প্রাইমারি, সেকেন্ডারি বিভিন্ন স্কুলে পরিদর্শনে যান তাঁরা। সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ঠিকঠাক রয়েছে কিন্তু তা খতিয়ে দেখেন। বিশেষ করে প্রাইমারি স্কুলে মিড ডে মিল পরিষেবা ব্যহত হচ্ছে কিনা তাও গুরুত্ব সহকারে দেখা হয়। 

    নদীয়ার জেলাশাসক অরুণ প্রসাদ বলেন, ‘এডিএম, এসডিও, ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ মোট ৩৩ জন আধিকারিক জেলার বিভিন্ন প্রান্তের অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্কুল পরিদর্শন করেছেন। প্রশাসনের তরফ থেকে এই বিশেষ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছিল। যাতে সেই সমস্ত জায়গায় পরিষেবা ঠিকঠাক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি সাধারণ মানুষের কোনও সমস্যা বা অভিযোগ থাকলে তা আমরা গ্রাউন্ড লেভেলে গিয়ে জানতে পারি। তাই এই অভিযান করা হয়েছে।’
  • Link to this news (বর্তমান)