• শিল্প সংস্থাগুলিকে ‘হলদিয়া ব্র্যান্ড’ তৈরির পরামর্শ জেলাশাসকের
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, হলদিয়া: বন্দর শহরের শিল্প সংস্থাগুলিকে ‘হলদিয়া ব্র্যান্ড’ তৈরির পরামর্শ দিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। শুক্রবার শিল্প সংস্থাগুলিকে নিয়ে ‘সিনার্জি হলদিয়া’ শীর্ষক সমন্বয় মিটিংয়ে এই বার্তা দেন জেলাশাসক। তিনি বলেন, শুধু রাজ্য নয়, দেশ বিদেশে হলদিয়া শিল্পাঞ্চলের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিজস্বতা তৈরি জরুরি। এরজন্য শিল্প সংস্থাগুলিকেও উদ্যোগ নিতে হবে। হলদিয়ায় তৈরি পণ্য যেমন দেশ বিদেশে যায়। এবার হলদিয়া সম্পর্কে একনজরে ধারণা তৈরি করতে একটি ইন্ডাস্ট্রিয়াল হাব গড়া যেতে পারে। ওই হাবে বিভিন্ন শিল্প সংস্থার রিটেল আউটলেট থাকবে। ভিন রাজ্যের মানুষ এবং বিদেশিরা এখানে এলে হলদিয়া ব্র্যান্ড সম্পর্কে ধারণা পাবে। স্থানীয় মানুষ কেনাকাটাও করতে পারবে সরাসরি। এদিন হলদিয়ার দুর্গাচকে কুমারচন্দ্র জানা অডিটরিয়ামে ওই সমন্বয় মিটিংয়ে ৪০টির বেশি শিল্প সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলাশাসক ব্র্যান্ড হলদিয়া তৈরির জন্য শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানান। 

    এদিন মিটিংয়ে জেলা পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, শিল্প এলাকায় আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য নজরদারি করতে ২৫০ সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। মিটিংয়ে উপস্থিত ছিলেন স্পেশাল লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, সিইও সুধীর কোন্থাম, মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ।
  • Link to this news (বর্তমান)