• বজ্রপাতের শব্দেই অসুস্থ খানাকুলের স্কুল পড়ুয়ারা
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, আরামবাগ: বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে পড়ল পড়ুয়ারা। শুক্রবার কুমারহাট উচ্চ বিদ্যালয়ের সাত ছাত্রীকে অসুস্থ অবস্থায় খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় এদিন দুপুরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্কুলের ইংরেজির শিক্ষক মোল্লা সামসুদ্দিন বলেন, বজ্রপাতের  বিকটশব্দে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছিল। তাদের মধ্যে সাত ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা এখন সুস্থ রয়েছে।

    স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিনও  কুমারহাট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা চলছিল। ঠিক টিফিনের আগে স্কুলের পাশে বজ্রপাত হয়। বজ্রপাতের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা স্কুল। এর ফলে স্কুলের অনেক ছাত্রছাত্রী অসুস্থ বোধ করে। তাদের মধ্যে সাবানা ইয়াসমিন, শিপ্রা সিংহরায় সহ সাতজন ছাত্রীকে তড়িঘড়ি খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালের বিছানায় শুয়ে সাবানা বলে, হঠাৎ করে বজ্রপাতের বিকট আওয়াজ শুনতে পাই। তারপরই মাথা যন্ত্রণা হতে শুরু করে। আসতে আসতে হাতগুলি বেঁকে যাচ্ছিল। শরীর দুর্বল হয়ে পড়ছিল। আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে স্যালাইন দেওয়া হয়েছে। ওষুধও খেয়েছি। এখন মোটামুটি সুস্থ রয়েছি।
  • Link to this news (বর্তমান)