• ‘বর্তমান’-এর খবরের জের, দাসপুরে স্কুলের সামনে বন্ধ লটারি ব্যবসা
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ঘাটাল: ‘বর্তমান’-এর খবরের জেরে স্কুলের গেটের সামনে থেকে লটারির টিকিট বিক্রি বন্ধ হল। দাসপুর-১ ব্লকের সাগরপুর স্যার আশুতোষ হাইস্কুলের গেটের সামনে রমরমিয়ে লটারির টিকিটের ব্যবসা চলত। কয়েকদিন আগে খবরটি প্রকাশিত হওয়ার পরই স্কুল কর্তৃপক্ষের টনক নড়ে। ওই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি কনিকা হাইত বলেন, আমরা স্কুলের গেটের সামনে আর লটারির টিকিট বিক্রেতাদের বসতে দিই না। ওদের ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

    অভিযোগ, স্কুলের গেটের সামনেই লটারির টিকিট বিক্রি হওয়ার কারণে অনেক পড়ুয়াই টিফিনের টাকা থেকে টিকিট কিনত। টিকিট মেলানো, লটারিতে না টাকা পাওয়ায় হতাশ হয়ে পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল। অথচ স্কুল কর্তৃপক্ষ লটারির টিকিট বিক্রেতাদের কিছু না বলায় অভিভাবকদের ক্ষোভ বেড়ে চলছিল। কনিকাদেবী বলেন, আমি এক মাস হল কমিটিতে এসেছি। এর আগের কমিটির আমল থেকেই ওখানে লটারির টিকিট বিক্রি হতো। তারা কোনও প্রতিবাদ করেনি। আমরা ওদের স্কুল সংলগ্ন এলাকা থেকে সরে যাওয়ার কথা বলেছি।
  • Link to this news (বর্তমান)