• লাইব্রেরিতে পছন্দের বই পেয়ে আত্মহারা প্রাথমিকের পড়ুয়ারা
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বইয়ের প্রতি ঝোঁক বাড়াতে খুদে পড়ুয়াদের লাইব্রেরিতে নিয়ে গেল স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার সকালে জলপাইগুড়ি সদর প্রাইমারি বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির পড়ুয়াদের হাকিমপাড়ায় একটি গ্রন্থগারে নিয়ে যাওয়া হয়। লাইব্রেরিতে ছবি, ছড়া, গল্পের বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে তারা। তাদের যাতে নিয়মিত লাইব্রেরিতে নিয়ে আসা হয়, সেব্যাপারে শিক্ষকদের আবেদন জানায় খুদে পড়ুয়ারা। প্রাথমিকের ছাত্রছাত্রীদের নিয়ে লাইব্রেরি ভিজিট সচরাচর দেখা যায় না। সেদিক থেকে জলপাইগুড়ি সদর প্রাইমারি বালিকা বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিক্ষামহল।

    স্কুলের প্রধান শিক্ষক অরূপ দে বলেন, গ্রন্থাগার দিবসে আমাদের স্কুলের ছাত্রীদের বিষয় ছিল ‘আমার প্রিয় গ্রন্থাগার’। এ নিয়ে লেখার সময়ই তাদের মধ্যে লাইব্রেরি কেমন হয়, তা দেখার উৎসাহ তৈরি হয়। কোনও পড়ুয়া এর আগে গ্রন্থাগার দেখে থাকলেও বেশিরভাগের কাছে বিষয়টি নতুন। তাছাড়া এখন পাঠকের অভাবে লাইব্রেরিগুলি ফাঁকা পড়ে থাকে। তাই আমরা চেষ্টা করছি, যাতে ছোট থেকেই পড়ুয়াদের মধ্যে লাইব্রেরি সম্পর্কে আগ্রহ তৈরি করা যায়। সেই লক্ষ্যেই এদিন আমরা চতুর্থ শ্রেণির একটি সেকশনের ৭০ জন ছাত্রীকে গ্রন্থগারে নিয়ে এসেছিলাম। তারা সেখানে নিজেদের পছন্দের বইয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটায়। এরপর আমরা শীঘ্রই খুদে পড়ুয়াদের রেলের সিগন্যালিং চেনাতে নিয়ে যাব। আমরা চাইছি, সপ্তাহে একদিন ‘ব্যাগ ফ্রি’ স্কুল করতে। সেদিন ছাত্রীরা শুধু জলের বোতল নিয়ে স্কুলে আসবে। সঙ্গে কোনও বইপত্র থাকবে না। ছাত্রীরা সেই দিনটা নিজেদের মতো করেই স্কুলে কাটাবে। যা ইচ্ছে হবে, তাই করবে।
  • Link to this news (বর্তমান)