• গৃহবধূ শ্রাবণীর তৈরি ফেব্রিকের শাড়ি পাড়ি দিচ্ছে লন্ডন, জার্মানি
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বালুরঘাট: গৃহবধূ শ্রাবণী মহন্তের হাতে আঁকা ফেব্রিকের ডিজাইনের শাড়ি পাড়ি দিচ্ছে লন্ডন,জার্মানি। পাশাপাশি দেশের মধ্যে গুজরাত, মহারাষ্ট্রেও চাহিদা তুঙ্গে। গঙ্গারামপুরের কালদিঘির বাসিন্দা শ্রাবণী ছোট থেকেই অঙ্কনে দক্ষ। মা কল্পনা মহন্তের কাছেই হাতেখড়ি। শ্রাবণী ছোট থেকেই ফেব্রিক দিয়ে নিজের বাড়ির পাশাপাশি আত্মীয়স্বজনদের যে কোনও অনুষ্ঠানে আলপনা দিয়ে সকলকে তাক লাগিয়ে দিতেন। 

    করোনার সময়ে বাড়িতে বসে বসে শাড়ির উপর ফ্যাব্রিক দিয়ে নানা ডিজাইন তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপর থেকে আসতে শুরু করে কাজের বরাত। ধীরে ধীরে শাড়ির পাশাপাশি পাঞ্জাবিতে হাতে আঁকা ডিজাইনের কাজের বরাত আসতে শুরু করে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই তার হাতের কাজ দেখে বরাত আরও বাড়তে থাকে। জেলা ছড়িয়ে পার্শ্ববর্তী জেলায় কাজের বরাত পাওয়ার পরে এক প্রবাসী বাঙালি মহিলা তাঁর হাতের কাজ দেখে বরাত দিতে শুরু করেন। পুজোর আগে দিন রাত এক করে জেলার থেকেও বিদেশের কাজের বরাত বেশি পাচ্ছেন। একটি শাড়ি তৈরি করতে দু’দিন সময় লাগে। তাতে কাজের পারিশ্রমিক হিসেবে এক থেকে দেড় হাজার টাকা নিয়ে থাকেন। অষ্টমীর দিন মহিলারা বিভিন্ন ডিজাইনের শাড়ি পরার জন্য বিশেষ করে বরাত দিয়ে থাকেন। ছেলেদের পাঞ্জাবি ডিজাইনের জন্য তিনি ১ হাজার টাকা নেন। সোশ্যাল মিডিয়ায় দৌলতে বর্তমানে লন্ডন ও জার্মানি থেকেও প্রচুর বরাত অসছে। আগামীতে বেকার মহিলাদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য রয়েছে বলে শ্রাবণী জানিয়েছেন। শ্রাবণী মহন্ত বলেন, আমি কোনওদিন ভাবতে পারিনি এভাবে কাজে সাড়া পাব। মায়ের কাছে কাজ শেখা। পরিবারে সবাই কাজে সহযোগিতা করেন। লন্ডন, জার্মানি, আমেরিকা সহ বিদেশ থেকে প্রচুর বরাত পাচ্ছি। কিন্তু একা হাতে এভাবে কাজ করা সম্ভব নয়। অনেক ওর্ডার বাতিল করেছি। আগামীতে বেকার মহিলাদের প্রশিক্ষণ দিয়ে বড় কিছু করার চেষ্টা করছি।
  • Link to this news (বর্তমান)