• ইসলামপুরে দু’টি হাসপাতালে এবার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন এসপি
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ইসলামপুর: শুক্রবার ইসলামপুর মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন ইসলামপুরের পুলিস সুপার জবি থমাস। এদিন দুপুরে এসপি, অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা, ডিএসপি সোমশুভ্র কারবি, থানার আইসি হীরক বিশ্বাস, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সন্দীপন মুখোপাধ্যায় প্রমুখ এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন।

    প্রথমে মহকুমা হাসপাতাল ও পরে সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিস সুপার। পুলিস সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের কোন কোন এলাকায় সিসি ক্যামেরা আছে, নিরাপত্তারক্ষী কত জন আছে, তাদের পোশাক, নেম প্লেট, চিকিৎসদের বিশ্রামের কক্ষ, তাতে শৌচাগার আছে কি না এসব খতিয়ে দেখা হয়। হাসপাতালে প্রবেশ এবং বাহিরের সময় কী কী নিয়মাবলী আছে সে সব কিছু খতিয়ে দেখা হয়।

    এসি পি জবি থমাস বলেন, পুলিস আধিকারিকরা মাঝেমধ্যেই হাসপাতাল পরিদর্শন করেন। পুলিসের পক্ষ থেকে নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে। সিসি ক্যামেরা, লাইট, প্রবেশ ও বাহির পথে কী কী বিধি নিষেধ আছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যা কিছু আছে, সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়েছে। এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠাব।

    হাসপাতালের সহকারী সুপার সন্দীপন মুখোপাধ্যায় বলেন, পুলিস আধিকারিকরা দু’টি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। মহকুমা হাসপাতালে আরও কিছু নিরাপত্তারক্ষীর দারকার আছে। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের পুলিসের পক্ষ থেকে কিছু ট্রেনিং দেওয়া হবে। যাতে হঠাৎ কোনও ঘটনা ঘটলে কী করতে হবে সে বিষয়ে তারা পদক্ষেপ করতে পারে।

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এর আগে একাধিকবার রোগীর মৃত্যুতে রোগীর পরিজনদের হাতে চিকিৎসক নিগৃহীত হওয়ার মতো ঘটনা ঘটেছে। হাসপাতালের জিনিসপত্র ভাঙচুর হয়েছে। তবে এবার থেকে হাসপাতাল ইস্যুতে পুলিসের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ফলে উত্তেজনার পরিস্তিতি তৈরি হলে চটজলদি পুলিসের সহায়তা পাওয়া যাবে। এছাড়াও মহিলা পুলিসের উইনার্স টিম মাঝেমাঝে হাসপাতাল ও ক্যাম্পাসে ভিজিট করবে। আধিকারিকেরাও ভিজিট করবেন।
  • Link to this news (বর্তমান)