• থ্রেট কালচার: চিকিৎসক পড়ুয়াদের সাহস জোগাতে জলপাইগুড়ি মেডিক্যালে কাউন্সেলিং
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: থ্রেট কালচার প্রভাব ফেলছে নব্য ডাক্তারি পড়ুয়াদের উপর। এই পরিস্থিতিতে তাঁদের মন থেকে ভয় ভাঙাতে এবার ভোকাল টনিক দেওয়া শুরু করল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ। বাইরে থেকে কোনও হুমকি বা শাসানি এলে কোনও ডাক্তারি পড়ুয়া যাতে ভয় না পান, এনিয়ে তাঁদের মনে সাহস জোগাতে গত বৃহস্পতিবার কাউন্সেলিং করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। পড়ুয়াদের বোঝানো হয়, মেডিক্যাল কলেজের বাইরে কারও ‘অভিভাবকত্ব’ মানার কোনও প্রশ্নই ওঠে না। এমন ঘটনা জলপাইগুড়ি মেডিক্যালে এখনও পর্যন্ত ঘটেনি ঠিকই, কিন্তু সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কোনও পড়ুয়া যদি এমন কোনও পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে তিনি যেন চুপ করে না থেকে বিষয়টি সঙ্গে সঙ্গে কলেজ কর্তৃপক্ষকে জানান। পরিবারকেও জানাতে পারেন। প্রয়োজনে পরিবার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে জানাবে। 

    মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ প্রবীর দেব বলেন, আমরা কলেজের সুস্থ পরিবেশ বজায় রাখতে এবং যে কোনওরকম অপ্রীতিকর ঘটনা রুখতে পড়ুয়াদের সঙ্গে খোলা মনে আলোচনা করেছি। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কলেজে যাতে চিকিৎসক শিক্ষকদের সঙ্গে পড়ুয়াদের সম্পর্ক কোনওভাবেই খারাপ না হয়, সেই চেষ্টা চালানো হচ্ছে।
  • Link to this news (বর্তমান)