• বিজেপির ঘণ্টাখানেক অবরোধে চূড়ান্ত হয়রানি তুফানগঞ্জে
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, তুফানগঞ্জ: ধর্ষণের প্রতিবাদে বিজেপির কর্মসূচি ঘিরে চূড়ান্ত হয়রানি হল আমজনতার। বক্সিরহাটের হরিপুর চৌপথীতে ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধে তীব্র যানজট বাধল। তীব্র গরমে ঘণ্টাখানেক রাস্তায় আটকে থাকতে হল সাধারণ মানুষকে। আন্দোলনের নামে এভাবে বিপদে ফেলে দেওয়ায় সরব হয়েছেন সাধারণ মানুষ।

    বক্সিরহাটের বারোকোদালি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এক নাবালিকাকে ধর্ষণ এবং আর জি কর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার বিজেপি অবস্থান বিক্ষোভের ডাক দেয়। তুফানগঞ্জ-২ ব্লক বিডিও অফিসের সামনে কর্মসূচির জন্য পুলিসি অনুমতিও নেওয়া হয়। কিন্তু বিজেপির অভিযোগ, কর্মসূচি বানচাল করতে ব্লক অফিস চত্বরে আগেই শাসকদলের নেতাকর্মীরা জমায়েত করে। কর্মসূচিতে বাধা দেওয়া হয়। প্রতিবাদে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা এবং তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভার উপস্থিতিতে হরিপুর চৌপথীতে ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় ঘণ্টাখানেক অবরোধে হয়রানির মধ্যে পড়েন সাধারণ মানুষ। অসমগামী এক পণ্যবাহী লরির চালক মিহির দাস বলেন, এই প্রতিবাদের পূর্ণ সমর্থন করছি। কিন্তু অবরোধ করলে সাধারণ মানুষকেও সমস্যায় পড়তে হয়। ৪০ মিনিট ধরে আটকে ছিলাম। বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, প্রশাসনের অনুমতি থাকা সত্বেও আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছে তৃণমূল। অবস্থান বিক্ষোভে অংশ নিতে যাওয়ার পথে দলের এক কর্মীকে মারধর করেছে। ভাঙচুর চালানো হয় টোটোতে। মাইক খুলে দেয়। পুলিস নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অভিযোগের জবাবে তৃণমূলের তুফানগঞ্জ-২ ব্লক সভাপতি চৈতি বর্মন বলেন, পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি। ওদের কর্মী নেই বলে কর্মসূচি করতে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের প্রয়োজনে সাংসদ, বিধায়ককে পাওয়া যায় না। অবস্থান বিক্ষোভের নামে অশান্তি তৈরি করতে পারে অনুমান করে সাধারণ মানুষ আগেই ওদের রুখে দিয়েছে। তুফানগঞ্জ মহকুমা পুলিস আধিকারিক বৈভব বাঙার বলেন, নাবালিকা ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)