• জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে মৃত্যু ২৯ জনের, প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে গোটা রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ জনের। মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের দেবে রাজ্য সরকার। শুক্রবার এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ক্ষতিপূরণ ঘোষণার পাশাপাশি এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ২৯ জনের মৃত্যু দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। জুনিয়র ডাক্তারদের দীর্ঘ কর্মবিরতির জেরে স্বাস্থ্য ব্যবস্থা ভীষণ ভাবে ধাক্কা খেয়েছে। আর এই কারণেই এঁদের মৃত্যু হয়েছে।

    প্রসঙ্গত, অচলাবস্থা কাটাতে বিগত তিন দিন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার জুনিয়র ডাক্তাররা বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় থাকায় ভেস্তে যায় বৈঠক।  সর্বোচ্চ আদালতের অবস্থানকে সামনে রেখেই জুনিয়র ডাক্তারদের আলোচনার আমন্ত্রণ জানিয়েছিল রাজ্য। কিন্তু ‘আড়কাঠি’দের প্ররোচনায় তিনদিন অপেক্ষা করার পরেও সে বৈঠক না হওয়ায়, তিনি নিজে ভবিষ্যতে কোনও বৈঠকে থাকবেন না বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সেই ক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে কোনও আলোচনা হলে, তাতে রাজ্যের তরফে থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং ডিজিপি রাজীব কুমার। তবে আগামী তিন দিন সরকারি ছুটি। সেই ক্ষেত্রে আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত শুনানির আগে আদৌও আর আলোচনায় বসার কোনও সুযোগ  হবে কি না, তা নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। 

    সূত্রের খবর, কর্মবিরতির জেরে মৃতদের তালিকায় রয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, মালদার কালিয়াচক, কলকাতার খিদিরপুর, উত্তর ২৪ পরগনার বারাসাত, হুগলির উত্তরপাড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ২৯ জনের নাম। রাজ্যের এক পদস্থ কর্তা জানিয়েছেন, মৃত্যদের পরিবারের কাছে দ্রুত আর্থিক ক্ষতিপূরণের চেক পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসকদের।
  • Link to this news (বর্তমান)