• অঙ্গনওয়াড়ি তৈরি নিয়ে জেলাগুলিকে চিঠি, খোঁজখবর না নিয়েই চূড়ান্ত করা হয়েছে জমি, আটকে নির্মাণ কাজ
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জমি চিহ্নিত ও তা চূড়ান্ত করার পরও সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করা যায়নি। এমনকী, বহু ক্ষেত্রে এর জন্য টাকাও বরাদ্দ করা হয়েছিল। পরে দেখা গিয়েছে, ওই জমি নিয়ে জটিলতা রয়েছে। ভালো করে খোঁজখবর না নিয়েই জমিগুলি নির্মাণের জন্য চূড়ান্ত করা হয়েছিল। নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর এ নিয়ে উষ্মা প্রকাশ করে প্রতিটি জেলাকে চিঠি দিয়েছে। তারা জানিয়েছে, বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। একবার নয়, দু’বার জমি চিহ্নিত করেও কাজ করা যায়নি। কারণ খোঁজ না নিয়েই সেসব চূড়ান্ত করা হয়েছিল।

    জানা গিয়েছে, নির্মাণ কাজের জন্য টাকা ছেড়ে দেওয়ার পরও কাজ না হওয়ায় আরআইডিএফ প্রকল্পের টাকা ফেরত চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন আধিকারিকরা। তাই ভবিষ্যতে যাতে জমি নিয়ে কোনও জটিলতা তৈরি না হয়, তার জন্য এবার সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে দপ্তর। তারা এবার প্রতিটি ব্লকের জন্য একটি করে কমিটি গঠন করে দিয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের জন্য যে জমি চিহ্নিত করা হবে বা হয়েছে, সে ব্যাপারে খোঁজখবর করা এবং তা নিয়ে কোনও আইনি জটিলতা আছে কি না, সব তথ্য সংগ্রহ করবে এই কমিটি। কোনও জটিলতা না থাকলে, তবেই সংশ্লিষ্ট জমি নির্মাণের জন্য চূড়ান্ত করা হবে বলে দপ্তর স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এই কমিটিতে রাখা হয়েছে প্রত্যেক ব্লকের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের রেভিনিউ অফিসার এবং বিডিও অফিসের এক অফিসারকে।
  • Link to this news (বর্তমান)