• কং-সখ্য কি চলবে, সীতারামের প্রয়াণে চিন্তায় বঙ্গ সিপিএম
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি এইমসে ২৩ দিনের লড়াই শেষে বৃহস্পতিবার প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। আর তাঁর সঙ্গেই সিপিএমে শেষ হচ্ছে উদারনীতি। কারণ দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াদিল্লির এ কে গোপালন ভবনের শীর্ষ সূত্রে জানানো হয়েছে, এবার কংগ্রেস সখ্যের প্রশ্নে নরমপন্থা থেকে পাকাপাকিভাবে বেরিয়ে আসছে সিপিএম। আগামী বছর এপ্রিলে তামিলনাড়ুর মাদুরাইয়ে দলের পার্টি কংগ্রেসে আরও কড়াভাবে বিজেপি ও কংগ্রেসের থেকে সমদূরত্ব পালনের পার্টি লাইন গ্রহণের পথেই হাঁটতে চলেছে দল। যার অর্থ, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাংলায় কং-সিপিএম সমঝোতা বড়সড় প্রশ্নের মুখে পড়তে চলেছে। 

    ইয়েচুরির প্রয়াণের পর সম্ভবত এবার দলের ব্যাটন যাচ্ছে কট্টরপন্থী কেরল ব্রিগেডের কোনও নেতার হাতেই। এর ফলে বিধানসভা নির্বাচনের বছর দেড়েক আগেই চরম আশঙ্কার দোলাচলে রয়েছে সিপিএমের বঙ্গ ব্রিগেড। কারণ ধসে পড়া সাংগঠনিক শক্তি নিয়ে বাংলায় একক ক্ষমতায় তাঁরা যে বিশেষ কিছুই করতে পারবেন না, তা বিলক্ষণ জানেন সিপিএমের বঙ্গ ম্যানেজাররা। শুক্রবার বিকেলে সীতারাম ইয়েচুরির দেহ প্রথমে নিয়ে আসা হয় জেএনইউ ছাত্র সংসদের কার্যালয়ে। সেখান থেকে তাঁর দেহ বসন্তকুঞ্জের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা জানান কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আজ, শনিবার সকাল ১১টা থেকে সীতারাম ইয়েচুরির দেহ শায়িত থাকবে এ কে গোপালন ভবনে। বেলা ৩টের সময় মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে দিল্লি এইমসে। গবেষণার কাজে উৎসর্গ করা হবে দেহ। 
  • Link to this news (বর্তমান)