• হাসপাতালের ওয়ার্ডে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে চাইছে পুলিস
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের জেরে  হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট, ওয়ার্ড, জরুরি বিভাগ, গাইনি বিভাগের মতো স্পর্শকাতর ওয়ার্ডগুলিতে এখন থেকে  বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ করা  হচ্ছে।  আর জি কর কাণ্ডের ঠিক এক মাসের মাথায় কলকাতার সমস্ত সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা জোরদার করতে এমন ১৯ দফা সুপারিশ করল লালবাজার। কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করেছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই লিখিত নির্দেশিকার কপি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি  নারায়ন স্বরূপ নিগম, কলকাতা পুলিসের সব ডিসি এবং থানার ওসিকে পাঠানো হয়েছে।  লালবাজার সূত্রের খবর, আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে এই নির্দেশিকার গুরুত্বপূর্ণ সুপারিশগুলি হল, হাসপাতালের প্রবেশপথে বেসরকারি নিরাপত্তারক্ষাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কলকাতা পুলিস বহিরাগতদের প্রবেশ আটকাতে সক্রিয় থাকবে। পাশাপাশি নিয়মিত হাসপাতাল পরিদর্শনের সময় সংশ্লিষ্ট থানার ওসি, অ্যাডিশনাল ওসি’রা সিসিটিভি ক্যামেরা ঠিকমতো কাজ করছে কি না, তা পরখ করবেন। কোনও ক্যামেরা খারাপ নজরে এলেই, তা মেরামতির জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে। এমনকী কোনও হাসপাতালের ঢোকা-বের হওয়ার গেট, ইমার্জেন্সি এক্সিট গেট, সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত আলো  না থাকলে, তা হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে হবে। হাসপাতাল সংলগ্ন এলাকায় বেআইনি মদ, গাঁজার মতো মাদক সামগ্রী বিক্রি হলে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে পুলিসকে। পাশাপাশি, কলকাতার সব সরকারি হাসপাতালে  এখন থেকে সংশ্লিষ্ট থানার ওসি এবং অ্যাডিশনাল ওসিকে দিনে অন্তত একবার, অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে সপ্তাহে কমপক্ষে একবার, ডিভিশনের ডিসি-২’কে ১৫ দিনে অন্তত একবার এবং ডিসিকে অন্তত মাসে একবার টহল দিতে হবেই। এমনকী কলকাতা পুলিসের জয়েন্ট কমিশনার এবং অ্যাডিশনাল কমিশনাররাও এবার থেকে মাঝে মাঝে টহল দেবেন।    হাসপাতালে টহল দেওয়ার সময় পুলিস অফিসাররা কর্তব্যরত ডাক্তার, নার্স, জুনিয়ার ডাক্তারদের সঙ্গে কথা বলে, সুরক্ষা সংক্রান্ত সমস্যা শুনবেন এবং সমস্যা থাকলে, তার সমাধান করবেন। হাসপাতালে বাইরের গাড়ি, বাইকের বেআইনি পার্কিং ঠেকাতে স্টিকার চালু করতে চাইছে লালবাজার। পাশাপাশি লালবাজারের সুপারিশে, হকার ও দালালদের হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।    

          
  • Link to this news (বর্তমান)