• কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড নামখানার হরিপুর
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছিল। ঘন অন্ধকারে ঢেকে যায় গ্রাম। সেই সময় হঠাৎই গ্রামের একদিকে টর্নেডোর মতো ঝড় বয়ে যায়। প্রচুর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঝড়ে। হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল বলেন, ‘মাটির ঘর, অ্যাসবেসটসের চাল ও পুরনো পাকাবাড়ির দেওয়াল ধসে পড়েছে। সব মিলিয়ে প্রায় ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত। এছাড়া হাজরা বাজারের ১২টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পাঁচটি পানের বরজ সম্পূর্ণ ভেঙে পড়েছে। বর্তমানে ওই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিশ্বকর্মা পূজার একটি মন্ডপও সম্পূর্ণ ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে পঞ্চায়েতের পক্ষ থেকে ত্রিপল দেওয়া হয়েছে। ঝড়ে যে বাড়িগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেসব পরিবারের সদস্যদের অন্যত্র সরানো হয়েছে।’
  • Link to this news (বর্তমান)