• ৫১১টি টোটোকে লাইসেন্স দেবে নৈহাটি পুরসভা
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ৫১১টি টোটোকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিল নৈহাটি পুরসভা। বিশ্বকর্মা পুজোর পরই টোটো চালকদের লাইসেন্স দিয়ে দেওয়া হবে। সেই টোটোগুলিতে একটি বিশেষ বারকোড সহ নম্বর প্লেট থাকবে। লাইসেন্স নেই, এরকম টোটো বেআইনি বলে ঘোষণা করা হবে। নৈহাটি শহরে সব মিলিয়ে কয়েক হাজার টোটো চলে। টোটোর দাপটে রাস্তায় যাতায়াত কঠিন হয়ে পড়ছে। এই সমস্যার সমাধান করতেই এই সিদ্ধান্ত বলে নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় জানিয়েছেন।

    তিনি বলেন, ‘আমরা জানি, হাজিনগরের একটি বাড়িরই ৪২টি টোটো রয়েছে। একজনের একাধিক টোটো চলছে রাস্তায়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি বাড়িতে একটি টোটোর লাইসেন্স দেওয়া হবে। সেই মতো ফর্ম দেওয়া হয়েছিল। ৫১১ জন আবেদন করেছেন। তাঁদের লাইসেন্স দেওয়া হবে। যাঁদের ওই লাইসেন্স থাকবে না, তাঁরা নৈহাটি শহরে টোটো চালাতে পারবেন না। পুলিস সেই মতো ব্যবস্থা নেবে।’

    প্রসঙ্গত, টোটোর দাপটে আর বি সি রোড, অরবিন্দ রোড সহ কয়েকটি রাস্তায় যাতায়াত কঠিন হয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, পুরসভা কি আদৌ এ ধরনের লাইসেন্স বিতরণ করতে পারে? এ ব্যাপারে চেয়ারম্যানের বক্তব্য, ‘আমরা কোন কোন অটো বৈধ আর কোনগুলি অবৈধ, তার সমীক্ষা চালিয়েছিলাম। যারা ঠিকঠাক কাগজ দিয়েছে, তাদের এই বারকোড সহ লাইসেন্স দেওয়া হচ্ছে। আমরা টোটো নিয়ন্ত্রণ করতে চাই। এর বেশি কিছু নয়।’
  • Link to this news (বর্তমান)