কলকাতার পর এবার লেডিস স্পেশ্যাল বাস উত্তরবঙ্গে, পুজোর আগে চালুর সম্ভাবনা
হিন্দুস্তান টাইমস | ১৪ সেপ্টেম্বর ২০২৪
মহিলাদের নিরাপত্তার কথা ভেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল পরিবহণ দফতর। চাকরিজীবী মহিলাদের জন্য লেডিস স্পেশ্যাল বাস চালানোর কথা ঘোষণা করেছিল রাজ্য পরিবহণ দফতর। সেইমতোই কলকাতায় হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত লেডিস স্পেশ্যাল বাস চালু হয়েছে। এবার উত্তরবঙ্গে চালু হতে চলেছে লেডিস স্পেশ্যাল বাস। এক্ষেত্রেও মূলত চাকরিজীবী মহিলাদের কথা ভেবেই লেডিস স্পেশ্যাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। জানা যাচ্ছে, পুজোর আগে এই লেডিস স্পেশ্যাল বাস উত্তরবঙ্গে চালু করা হবে। শুধুমাত্র মহিলারাই এই বাসে উঠতে পারবেন।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে ঠিক হয়েছে উত্তরবঙ্গের তিনটি রুটে লেডিস স্পেশ্যাল বাস চলবে। সেগুলি হল শিলিগুড়ি-জলপাইগুড়ি, কোচবিহার-আলিপুরদুয়ার এবং কোচবিহার-দিনহাটা রুট। যদিও আরও অন্য কোনও রুটে লেডিস স্পেশ্যাল বাস চালানো হবে কিনা? পরবর্তী সময়ে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন, আপাতত এই তিনটে রুটে পুজোর আগে লেডিস স্পেশ্যাল বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে লেডিস স্পেশ্যাল বাস চালু হওয়ার কথা শুনে খুশি মহিলা যাত্রীরা। তাঁদের বক্তব্য, এটা খুবই ভালো উদ্যোগ। অনেক সময় বাসে পুরুষ যাত্রীদের মাঝে অস্বস্তিকর অবস্থায় যাত্রা করতে হয়। এই অবস্থায় মহিলাদের জন্য স্পেশ্যাল বাসের ব্যবস্থা থাকলে তা খুব ভালো হবে। এক যাত্রী বলেন, ‘সাধারণ বাসে ভিড় হলে পুরুষের মাঝে টিকিট কাটতে অনেক সমস্যা হয়। তাছাড়া নিরাপত্তা বিষয়টিও রয়েছে। এই বাসে আমাদের খুবই সুবিধা হবে।’ উল্লেখ্য আরজি কর আবহে এমনিতেই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে রাজ্য সরকার । প্রশ্ন উঠেছে নারীদের নিরাপত্তা নিয়ে। সেই আবহে এই ‘লেডিস স্পেশ্যাল বাস’ চালু হলে সেটা হবে বড় পদক্ষেপ। পুজোর আগে উত্তরবঙ্গের মহিলাদের কাছে তা বড় উপহার হবে।
অন্যদিকে, এর পাশাপাশি উত্তরবঙ্গ থেকে কলকাতা, অসম এবং নেপালগামী বাসগুলিতে মহিলাদের সুরক্ষায় সিসিটিভি লাগানো হবে বলে জানানো হয়েছে। এছাড়াও, শিলিগুড়ি ও কোচবিহার থেকে রকেট বাস পরিষেবা আগামী ১৮ সেপ্টেম্বর থেকে চালু হবে বলে জানিয়েছে এনবিএসটিসি কর্তৃপক্ষ।