• 'সমঝোতা নয়, দ্রুত আলোচনা চাই', মুখ্যমন্ত্রী যেতেই পাল্টা বললেন জুনিয়র ডাক্তাররা
    আজ তক | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবনের কাছের ধর্নামঞ্চে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। তাতে তিনি জুনিয়র চিকিৎসকদের সমস্ত দাবি মানা হবে বলে প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে কাজে ফেরার অনুরোধ করেন। 
    এদিকে আন্দোলনকারী চিকিৎসকরা জানান, 'আমাদের যে ৫ দাবি নিয়ে আমরা আলোচনায় বসতে চাই। এই নিয়ে আমাদের কোনও দ্বিমত নেই। ৫ দফা দাবি নিয়ে আমরা কোনও সমঝোতায় যেতে চাই না। আমরা কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিচ্ছি। অতি দ্রুত আমরা আলোচনায় বসতে চাইছি।'

    জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি বলেন, 'আমরা এটা সদর্থক ভূমিকা হিসাবে ওয়েলকাম জানাচ্ছি। আমরা এই যে মুখ্যমন্ত্রী এসেছেন, আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এখনই উনি আলোচনার টেবিলে বসুন। আমাদের দাবি উনি মেনে নিন। উনি এতদূর এসেছিন। স্বাস্থ্যভবন এখানেই। উনি স্বাস্থ্যমন্ত্রী। উনি আমাদের ৫ দফার দাবি মেনে নিন।'

    চিকিৎসকরা আরও বলেন, 'মুখ্যমন্ত্রী সমস্ত কলেজের রোগী কল্যাণ সমিতি ভাঙার যে সিদ্ধান্ত জানালেন, সেটাও আমরা সাধুবাদ জানাই।'
    যে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে, তাঁদের সঙ্গে দেখা করতেই এদিন ধর্নামঞ্চে পৌঁছে যান মমতা। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছাতেই 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দিতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা।
     
  • Link to this news (আজ তক)