‘আলোচনায় বসতে চাই’, নবান্নে মেল জুনিয়র ডাক্তারদের, লাইভ স্ট্রিমিংয়ের দাবি এড়িয়ে স্বচ্ছতার কথা
প্রতিদিন | ১৪ সেপ্টেম্বর ২০২৪
ক্ষীরোদ ভট্টাচার্য: সুর নেমে গেল জুনিয়র ডাক্তারদের। জানিয়ে দিলেন, যে কোনও সময় যে কোনও স্থানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে রাজি তাঁরা। এবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে সময় চাইলেন আন্দোলনকারীরা। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে তাঁরা জানালেন, মুখ্যমন্ত্রীর আজকের পদক্ষেপ ইতিবাচক। তাঁরা নবান্নে মেল পাঠিয়ে জানিয়েছেন যে বৈঠকে রাজি। তবে এবার লাইভ স্ট্রিমিং প্রসঙ্গ এড়িয়ে আন্দোলনকারীদের নেতা অনিকেত মাহাতো বার বার জোর দিলেন স্বচ্ছতার উপর। বললেন, ৫ দফা দাবি থেকে সরছি না।
৩৫ দিনের মাথায় মুখ্যমন্ত্রীর ধরনামঞ্চে যাওয়া যে আন্দোলনকে স্তিমিত করে দেবে, তেমনটা ভাবা হয়েছিল। যদিও মুখ্যমন্ত্রীর আশ্বাস, অনুরোধের পরও আন্দোলনের রাস্তা থেকে সরে আসার কোনও ইঙ্গিত দেননি জুনিয়র চিকিৎসকরা। নিজেদের মধ্য়ে বৈঠক করে তাঁরা সিদ্ধান্ত জানাবেন বলে সময় নিয়েছিলেন। অবশেষে বিকেলে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, ”মুখ্যমন্ত্রীর আজকের পদক্ষেপ ইতিবাচক। আমরা আলোচনায় বসতে রাজি। যখন, যেখানে উনি সময় দেবেন, সেখানেই যাব। আমরা নবান্নে মেল করে তা জানিয়েছি। অপেক্ষা করছি, কখন নবান্ন থেকে সময় দেওয়া হবে আমাদের।”
তিনি আরও জানান, বৈঠকের রাস্তা খোলা হলেও নিজেদের পাঁচ দফা দাবি থেকে সরছেন না আন্দোলনকারীরা। সেই পাঁচ বিষয় নিয়েই কথা হবে। এর পর সাংবাদিকরা তাঁদের লাইভ স্ট্রিমিংয়ের
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]