• জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ভাইরাল অডিও কাণ্ডে পুলিশের জালে DYFI নেতা কলতান
    প্রতিদিন | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • বিধান নস্কর, সল্টলেক: জুনিয়র চিকিৎসকদের উপর হামলার চক্রান্তের আশঙ্কা সংক্রান্ত একটি অডিও ভাইরাল হয়েছে সদ্যই। তা নিয়ে জোর তোলপাড়। ভাইরাল অডিও কাণ্ডে ফের পুলিশের জালে আরও এক। ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করল বিধাননগর পুলিশ কমিশনারেট। পুলিশি ধরপাকড়ের নেপথ্যে অবশ্য ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ দেখছেন কলতান। এদিন তিনি বলেন, “আমাকে এখনও কিছু জানানো হয়নি। নির্যাতিতার বিচারের দাবিতে যখন আন্দোলন চলছে তখন নজর ঘোরাতে এসব করা হচ্ছে। রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে।” পালটা X হ্যান্ডেলে অবশ্য কলতানের এই দাবি খারিজ করেছেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ।

    চারদিন ধরে লাগাতার স্বাস্থ্যভবনের সামনে ধরনা আন্দোলন জারি রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। সেখানে একাধিকবার নানা রাজনৈতিক দলের সদস্যদের যাতায়াত নজরে এসেছে সকলের। যদিও কোনও রাজনৈতিক নেতানেত্রীকে নিজেদের ধরনামঞ্চে যোগ দিতে দেননি আন্দোলনকারীরা। তবে বামপন্থী মনস্ক একাধিক সেলিব্রিটিকে দেখা গিয়েছে সেখানে। আর সেখানেই চিকিৎসকদের উপর হামলার চক্রান্ত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ। শুক্রবার সোশাল মিডিয়া পোস্টে তিনি এ বিষয়ে বাম-অতি বামদের দায়ী করে সাবধান করলেন। এ নিয়ে একটি অডিও রেকর্ডও প্রকাশ করেছেন কুণাল।

    X হ্যান্ডলে তা পোস্ট করে কুণাল ঘোষের দাবি, রাজ্য সরকার ও তৃণমূলকে বেকায়দায় ফেলতে এই ‘ভয়ংকর চক্রান্ত’ করছে বাম-অতিবামেরা। তাদের যুব সংগঠনের সদস্যদের যাতায়াতও রয়েছে ওই ধরনাস্থলে। আর তাই পুলিশের কাছে তাঁর আবেদন, স্বাস্থ্যভবনের সামনের সভাস্থলে ‘বহিরাগত’দের আনাগোনা রয়েছে। তাতে লাগাম পরানো হোক। কুণাল ঘোষের আর্জি, অবিলম্বে পুলিশ প্রশাসন ওখানে বহিরাগত প্রবেশ বন্ধ করুক। কুণাল ঘোষ এই অডিও রেকর্ড প্রকাশের পরই তৎপর হয় বিধাননগর পুলিশ কমিশনারেট। ভাইরাল অডিও কাণ্ডে (RG Kar Viral Audio) এখনও পর্যন্ত পুলিশের জালে মোট ২ জন।
  • Link to this news (প্রতিদিন)