• ভর দুপুরে কলকাতায় ব্যস্ত রাস্তার পাশে পরিত্যক্ত ব্যাগে বিস্ফোরণ, উড়ে গেল হাত
    হিন্দুস্তান টাইমস | ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • কলকাতার ধর্মতলা লাগোয়া সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রোডে বিস্ফোরণ। বিস্ফোরণে এক ব্যক্তির হাত উড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে, একটি পরিত্যক্ত ব্যাগে বিস্ফোরণ হয়। পরিত্যক্ত ব্যাগটি ছুঁতেই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থল ঘিরে ফেলেছেন পুলিশকর্মীরা। ঘটনাস্থল ধর্মতলায় বিজেপির ধরনা মঞ্চ থেকে অনতিদূরে।


    পড়তে থাকুন - 'এখনই প্রতিরোধ না হলে আরও অনেক তিলোত্তমাকে এভাবে চলে যেতে হতে পারে'

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বম্ব স্কোয়াড। তবে তারা সেখানে কিছু পায়নি বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে তালতলা থানার পুলিশ। কী কারণে বিস্ফোরণ হল খতিয়ে দেখছেন তাঁরা। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন বেলা ১টা ৪৫ মিনিট নাগাদ এসএন ব্যানার্জি রোডের পাশে একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগে বিস্ফোরণ ঘটে। আহত হন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেন।


    এই ঘটনার NIA তদন্ত দাবি করেছেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা আগেই শেষ হয়ে গিয়েছে। এবার নাশকতা শুরু হয়েছে। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)