৬০ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ এর কাজে ভাঙা হচ্ছে সড়কের দুইপাশের সমস্ত ঘরবাড়ি। একটি বাড়ির ভাঙা অংশে লোহা কুড়োতে যায় দুই যুবক। সেই সময় ওই বাড়ির ভাঙা দেওয়াল পড়ে যায় তাদের ওপরে। স্থানীয়রা তৎক্ষণাৎ ঘটনাস্থলে গেলে দেখেন দেওয়ালের নিচে চাপা পড়ে আছেন ওই দুই যুবক। পুলিসকে ফোন করার পর উদ্ধারকারীর দল পৌঁছোয় ঘটনাস্থলে। অচেতন অবস্থায় উদ্ধার করা হয় দুই যুবককে। পুলিস তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এরপরেই ঘটনাস্থলে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। পুলিস সেই বিক্ষোভ মোকাবিলা করতে তৎপর হয়।
স্থানীয়দের দাবি, বেশ কয়েকজন সেখানে ভাঙ্গা বাড়ির লোহার টুকরো কুড়োচ্ছিল, সেই সময় দেওয়ালটা তাদের উপরে চাপা পড়ে যায়। তবে পুলিস জানিয়েছে, 'আর কেও আর চাপা পরে নেই ঘটনাস্থলে'। পুলিস ও প্রশাসন সমস্ত বিষয়টি নজর রাখছে বলে জানিয়েছে।
অন্যদিকে, বাঁকুড়ার কোতুলপুরে ঘরের মধ্যে ঘুমোচ্ছিলেন বছর পয়ষট্টির এক বৃদ্ধা ৷ গভীর রাতে বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাঁর মাটির বাড়ি ৷ ভেঙে পড়া দেওয়ালের মাটির নীচে চাপা পড়ে মৃত্যু হয় বৃদ্ধা রুবি সিংয়ের ৷