• বোলপুরে মহিলা ও পর্যটকদের নিরাপত্তায় বিশেষ উইনার্স টিম
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বোলপুর: পথচলতি সাধারণ মানুষ হোক কিংবা পর্যটক অথবা বিশ্বভারতীর পড়ুয়া; তাঁদের সামগ্রিক নিরাপত্তায় আর এক ধাপ সক্রিয় পদক্ষেপ নিল বীরভূম জেলা পুলিস প্রশাসন। শনিবার মহকুমা পুলিস বিশেষ উইনার্স টিম চালু করল। মহিলা পুলিসের বিশেষ এই দল সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষ বিশেষত মহিলাদের নিরাপত্তায় সক্রিয় ভূমিকা পালন করবে। এই পরিষেবা চালু হলে রাস্তাঘাটে অপরাধ বিশেষত মহিলাদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা কম হবে বলে আশাবাদী পুলিস আধিকারিকরা। এদিন সকালে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান বোলপুরের অ্যাডিশনাল পুলিস সুপার রানা মুখোপাধ্যায়। এই মুহূর্তে শান্তিনিকেতন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত‌। এছাড়া বিশ্বভারতীতেও ছাত্রীদের সংখ্যা নেহাত কম নয়। মাঝে মাঝেই শান্তিনিকেতনের নির্জন রাস্তায় ইভটিজিং, ছিনতাই, শ্লীলতাহানির মতো অপরাধমূলক ঘটনা ঘটে। তাই এই অপ্রীতিকর পরিস্থিতি রুখতে মহকুমা পুলিসের এই দুর্গাবাহিনী সকাল ৬টা থেকে রাত্রি ১১টা পর্যন্ত নানা প্রান্তে স্কুটির মাধ্যমে ঘুরে ঘুরে কাজ করবে। একটি বিশেষ নম্বরও চালু করেছে পুলিস কেউ বিপদে পড়লে ৮০০১৪৯৫০০০ নম্বরে ফোন করলেই পুলিসের উইনার্স দল তড়িঘড়ি পৌঁছে আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করবে।
  • Link to this news (বর্তমান)