• বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে সাজসাজ রব রায়গঞ্জে
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, রায়গঞ্জ: আগামী মঙ্গলবার বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে সাজসাজ রব রায়গঞ্জ জুড়ে। শিল্প কারখানা থেকে শুরু করে পরিবহন, সব ক্ষেত্রেই শ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া। রায়গঞ্জ শহরের দুই বড় পুজো উদ্যোক্তা পুর বাসস্ট্যান্ডের উত্তর দিনাজপুর মোটর কর্মী সংগঠন ও এনবিএসটিসি রায়গঞ্জ ডিপোর পুজোর প্রস্তুতি তুঙ্গে। দুই উদ্যোক্তাদের টার্গেট ছোটদের জন্য আকর্ষণ তৈরি করা।

    এবার রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ডের উত্তর দিনাজপুর মোটর কর্মী সংগঠনের বিশেষ আকর্ষণ শ্রীকৃষ্ণের লীলা। মঙ্গলবার থেকে তিনদিন পুজো প্রাঙ্গণেই চলবে শ্রীকৃষ্ণ লীলা শো। যেখানে শ্রীকৃষ্ণের জন্মের সময় থেকে পুতনা রাক্ষসী বধের মতো লীলা তুলে ধরা হবে। মণ্ডপটি সেজে উঠছে বিশালাকার কাল্পনিক জাহাজের আদলে। উত্তর দিনাজপুর মোটর কর্মী সংগঠনের প্রেসিডেন্ট অরিন্দম সরকার, সম্পাদক রবিন রাহা জানান, মূলত ছোটদের কথা মাথায় রেখেই আমাদের শ্রীকৃষ্ণ লীলার জীবন্ত শো দেখানোর উদ্যোগ। সঙ্গে আলোর গেট, আলোকসজ্জা রয়েছে। মণ্ডপটি সাজিয়ে তোলা হচ্ছে কাল্পনিক জাহাজের আদলে। থাকবে ভোগ বিতরণের ব্যবস্থা। এছাড়াও আমাদের পরিবহন শ্রমিকদের ভালো ব্যবহার সহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে তাঁদের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

    অন্যদিকে, বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে চমক দিতে প্রস্তুত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার রায়গঞ্জ শাখা। শনিবার পরিবহণ সংস্থার সেন্ট্রাল ওয়ার্কশপে বিভিন্ন মডেল বানানোর ছবি দেখা গিয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, ছোটদের পুজো মণ্ডপে টানতে বিভিন্ন মডেল বানানো হচ্ছে। গোরিলা, প্রজাপতি, কঙ্কাল, নরবলির মডেল তৈরি করা হবে। পাশাপাশি কাল্পনিক থিম তুলে ধরা হবে এই পুজোয়। এই পুজোর সাধারণ সম্পাদক পলাশ নন্দী বলেন, বাসের ফেলে দেওয়া অংশ জোড়া দিয়ে আমরা মডেল তৈরি করছি। বাসের অ্যাঙ্গেল, ওয়েফার মেশিন, এয়ার ফিল্টার, বিয়ারিং, ব্যাটারি, ক্লাচপ্লেট ব্যবহার হচ্ছে। গ্যারেজের ইলেক্ট্রিশিয়ান, বডি, রং, ইঞ্জিন মিস্ত্রিরাই এই কাজ করছেন। রং শিল্পী প্রণব বসাক বলেন, আমরা দীর্ঘ ১০ দিন ধরে এই মডেল বানানোর কাজ করছি। গাড়ির রং, ফেব্রিক কালার ব্যবহার করে সুন্দরভাবে বিশ্বকর্মা পুজোর পরিবেশ ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আশা করছি সকলের ভালো লাগবে।
  • Link to this news (বর্তমান)