• রাস্তার জমা জল ঢুকছে ওয়ার্ডে পাম্প চালিয়ে বের করার চেষ্টা
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের পুরনো জাতীয় সড়কের বৃষ্টির জল ঢুকে যাচ্ছে ১১ নম্বর ওয়ার্ডে। এর ফলে ওয়ার্ডের একাধিক পুকুর ভরাট হয়ে নিচুপাড়া জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় জল জমে থাকায় চলাফেরায় সমস্যা হচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগ। বৃষ্টি হলেই নিচুপাড়ায় জল জমায় বিরক্ত মানুষ। পরিস্থিতি মোকাবিলায় পাম্প চালিয়ে পুকুর থেকে জল বের করার কাজে উদ্যোগ নিয়েছে পুরাতন মালদহ পুরসভা। শনিবার কাজের তদারকিতে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলার অসীম ঘোষ সহ পুরসভার আধিকারিকরা। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানালেও পুরনো জাতীয় সড়কের জল ওই ওয়ার্ডে যাতে না ঢোকে তারজন্য পদক্ষেপ করার দাবি তুলেছেন বাসিন্দারা। 

    পুরনো জাতীয় সড়ক এখন পূর্তদপ্তরের অধীনে। শহরের বুলবুলচণ্ডী থেকে রেলগেট পর্যন্ত রাস্তার সম্প্রসারণ শুরু হয়েছে। ফলে রাস্তার জল সারদা কলোনি মোড় হয়ে ১১ নম্বর ওয়ার্ডে ঢুকে পড়ছে বলে অভিযোগ উঠেছে। ওয়ার্ডের বাসিন্দা ঊর্মিলা ঘোষ বলেন, রাস্তা থেকে জল গড়িয়ে রাস্তা প্রায় ডুবে গিয়েছে। আমাদের চলাফেরায় সমস্যা হচ্ছে। 

    পুরসভার চেয়ারম্যান বলেন, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। পুরনো জাতীয় সড়কের ১ কিমি অংশের জল ওই ওয়ার্ডে প্রবেশ করেছে। পাম্প চালিয়ে জল বের করে দেওয়ার চেষ্টা চলছে। পুরনো জাতীয় সড়কের সম্প্রসারণ চলছে। সেখানে ড্রেনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কাজ শেষ হলে রাস্তার জল আর ১১ নম্বর ওয়ার্ডে ঢুকবে না।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)