• সময়ে ডাক্তার না আসায় রোগীর মৃত্যুর অভিযোগ মেডিক্যালে
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, হবিবপুর: সময়ে ডাক্তার না আসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃত ব্যক্তির নাম রঞ্জিত সিংহ (৬৪)। তাঁর বাড়ি হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের মধ্যম কেন্দুয়ায়।

    গত শুক্রবার দুপুরে রঞ্জিতের স্ট্রোক হয়। তড়িঘ঩ড়ি তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর ডাক্তার একবার রোগীকে দেখে চলে যান। রাত সাড়ে দশটায় রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। আরও বেশি ছটফট করতে থাকেন।

    রঞ্জিতের ছেলে পঙ্কজের অভিযোগ, নার্সদের জানানো হলে তাঁরা জানান, ডাক্তারবাবুকে কল করা হয়েছে, চলে আসবেন। কিন্তু সময়মতো কোনও ডাক্তার আসেননি। এক ঘণ্টা পর সাড়ে ১১ টায় ডাক্তার আসেন। ততক্ষণে রোগী মারা যায়।

    বাবার মৃত্যুতে হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন পঙ্কজ। তাঁর অভিযোগ, বিনা চিকিৎসায় বাবাকে হারাতে হলো।

    মৃতের পরিজনরা জানান, হাসপাতালে সঠিক সময়ে ডাক্তার এলে হয়তো রোগী বেঁচে যেত। এবিষয়ে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি প্রসেনজিৎ কুমার বর বলেন, এখনও পর্যন্ত লিখিত অভিযোগ জমা পড়েনি। রোগীর অবস্থা খুব সঙ্কটজনক ছিল বলে শুনেছি। এরকম রোগীর বাঁচার সম্ভাবনা কম থাকে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
  • Link to this news (বর্তমান)