• সুন্দরবন ও গনগনিতে পর্যটক টানতে প্রচার চালাবে জিএসআই
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভূতাত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ এবং হেরিটেজ কেন্দ্রগুলিতে পর্যটনে উৎসাহ বৃদ্ধি করতে চাইছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। এ রাজ্যে সুন্দরবন এবং পশ্চিম মেদিনীপুরের গনগনি সেই তালিকায় রয়েছে। কেন্দ্রীয় সংস্থাটির জনসংযোগ আধিকারিক রূপেশ কুমার জানিয়েছেন, বাংলা প্রদেশ সংস্কৃতির পাশাপাশি ভূতাত্বিক দিক থেকেও যথেষ্ট সম্পদশালী। তাও অনেক সময় প্রচারের অভাবে এ ধরনের জায়গাগুলি সর্বভারতীয় পর্যটকদের কাছে অজানা থেকে যায়। তাই কেন্দ্রীয় মন্ত্রী, আধিকারিকদের নিয়ে সেখানে অনুষ্ঠানের পরিকল্পনা হয়েছে। এতে সেই জায়গাগুলি আরও বেশি পর্যটকদের নজরে আসবে।

    ১৭ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছতা হি সেবা’ প্রকল্প উদযাপন করছে জিওলজিক্যাল সার্ভে। তাদের এ বছরের থিম, ‘স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা’। তার অঙ্গ হিসেবে রাজ্যে কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি, রাষ্ট্রমন্ত্রী সতীশচন্দ্র দুবেরা আসছেন। তাঁদের নিয়েও এই কেন্দ্রগুলিতে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে জিএসআইয়ের। দেশজুড়ে ১০টি জিও-হেরিটেজ সাইট জিএসআইয়ের প্রচার তালিকায় রয়েছে। প্রসঙ্গত, এমনিতেও সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত। তবে তাতে বাংলাদেশের অন্তর্ভুক্ত সুন্দরবনও রয়েছে। পশ্চিমবঙ্গের ভাগে পড়া সুন্দরবন নিয়ে তাই আরও প্রচার চালাতে চাইছে জিএসআই।
  • Link to this news (বর্তমান)