• মমতার উদ্যোগের প্রশংসা করলেন নির্যাতিতা মা-বাবা  
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া এবং সমস্যা মেটানোর উদ্যোগের প্রশংসা করেছেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা বলেন, ‘মুখ্যমন্ত্রী যে ওখানে গিয়েছেন, আমরাও তাকে স্বাগত জানাচ্ছি। আমরাও চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। জুনিয়র চিকিৎসকদের যে পাঁচ দফা দাবি আছে, এটা মেনে নিয়ে মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠুভাবে সমস্যার সমাধান করুন, এটাই আমরা চাই।’  

    উল্লেখ্য, মেয়ের নৃশংস হত্যার বিচার চেয়ে শনিবার সোদপুরে মিছিলে হাঁটলেন নির্যাতিতার বাবা মা। পাড়া প্রতিবেশীরা উদ্যোগ নিয়ে এদিন বিকেলে নির্যাতিতার বাড়ির সামনে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন।  নির্যাতিতার বাড়ির সামনে থেকে শুরু হওয়া মিছিলে কিছুটা পথ হাঁটেন তাঁর বাবা মা। মিছিল এইচবি টাউন মোড় হয়ে সোদপুর বিটি রোড ট্রাফিক মোড়ে শেষ হয়।
  • Link to this news (বর্তমান)