• ডিএমকের অনুষ্ঠানে বাসি বিরিয়ানি, অসুস্থ শতাধিক
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • মাদুরাই: ডিএমকের এক অনুষ্ঠানে বিরিয়ানি খেয়ে অসুস্থ শতাধিক মানুষ। এদের মধ্যে ৪০ জনই শিশু। শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। জানা গিয়েছে, রাজ্যের শাসক দল ডিএমকের একটি মিটিং ছিল। সেখানে খাদ্যতালিকায় ছিল বিরিয়ানি। মিটিং শেষের পর তা পরিবেশন করা হয়। নিজে খাওয়ার পর অনেকেই বাড়ির জন্যও নিয়ে যান। অভিযোগ, ওই বিরিয়ানি খাওয়ার পর থেকেই অসুস্থ হতে শুরু করেন বহু মানুষ। এদের মধ্যে অনেকেরই নাগাড়ে বমি শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি তাঁদের ভিল্লুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। একসময় অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, রোগীদের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য ১০টি অ্যাম্বুলেন্স ডাকা হয়। সেগুলি করে আক্রান্তদের ভিল্লুরের পাশাপাশি কাল্লিকুড্ডি, বিরুধুনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। চিকিৎসকদের দাবি, বাসি খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যাক্তিরা। ঘটনার তদন্ত শুরু করেছে থিরুমঙ্গলাম থানা।
  • Link to this news (বর্তমান)