• বিশ্বকর্মা পুজোর দিন কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে কমবে ২৬ মেট্রো
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। আগামী মঙ্গলবার বিশ্বকর্মা পুজো। এই উপলক্ষ্যে সেদিন স্কুল-কলেজ-সরকারি অফিস-কাছারি বন্ধ থাকবে। সপ্তাহের অন্যান্য কাজের দিনের তুলনায় মঙ্গলবার রাস্তায় মানুষের চাপ কম থাকবে। তাই ও’দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো রুটে পরিষেবার সংখ্যাও থাকবে কম। কাজের দিনগুলিতে নর্থ-সাউথ মেট্রো করিডরে সব মিলিয়ে ২৮৮টি পরিষেবা চলাচল করে। পরশুদিন তা কমে হবে ২৬২। অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন দেশের প্রথম মেট্রো পথে ২৬টি পরিষেবা কম পাবেন যাত্রীরা। তবে মেট্রোর সময়সূচি থাকবে অপরিবর্তিত। অন্যান্য দিনের মতোই বিশ্বকর্মা পুজোর দিনও প্রথম মেট্রো কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে যথাক্রমে সকাল ছ’টা ৫০ মিনিট এবং সকাল সাতটায় ছাড়বে। দিনের শেষ মেট্রো সংশ্লিষ্ট দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে যথাক্রমে রাত ন’টা ৪০ মিনিট এবং রাত ন’টা ২৮ মিনিটে। একইভাবে দুই প্রান্ত থেকে স্পেশাল নাইট সার্ভিস রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে। এই মুহূর্তে শহরের আরও চারটি মেট্রো রুট চালু রয়েছে। সেগুলি হল, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড, সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ, জোকা-মাঝেরহাট এবং কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই চার মেট্রো করিডরে গোটা দিনে পরিষেবার সংখ্যা ও সময়সূচির কোনও হেরফের হবে না। অর্থাৎ বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে মহানগরীর এই চার মেট্রো পথে পরিষেবা অপরিবর্তিত থাকবে।
  • Link to this news (বর্তমান)