• এক কাপ চা ৩৪০ টাকা! স্তম্ভিত চিদম্বরম
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চা খেতে গিয়ে কলকাতা বিমানবন্দরে বিরল অভিজ্ঞতার সাক্ষী থাকলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। গোটা ঘটনাটি তিনি সামাজিক মাধ্যমে তুলে ধরেছে। সেই সঙ্গে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপও চেয়েছেন।

    কলকাতা বিমানবন্দরের টার্মিনালে বিমানের জন্য অপেক্ষা করছিলেন চিদম্বরম। সেই সময় চা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। একটি সংস্থায় চা অর্ডার করেন তিনি। পাতা ভিজানো লিকার চায়ের অর্ডার করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই টি-ব্যাগ সহ এক কাপ গরম জল এসে পড়ে। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল! গোল বাধল চায়ের বিল দেখে! গরম জল এবং টি-ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪০ টাকা! এই যদি অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এই প্রশ্ন তুলে বিমানবন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন চিদম্বরম। সঙ্গে এটাও উল্লেখ করেছেন, কয়েক বছর আগে চেন্নাই বিমানবন্দরে গরম জল এবং একটি টি-ব্যাগের জন্য দাম পড়েছিল ৮০ টাকা।

    চিদম্বরমের এই বক্তব্যকে তুলে ধরে সাধারণ বিমানযাত্রীরাও চায়ের দাম নিয়ে সরব হয়েছেন। এই দাম আম জনতার সাধ্যের মধ্যে আনার দাবি তুলেছেন তাঁরা। এই পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষও। চিদম্বরমকে জানানো হয়েছে, তাদের পক্ষ থেকে চায়ের দামের বিষয়টি নজর করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু হবে এবং তা শীঘ্রই প্রাক্তন অর্থমন্ত্রীকে জানানো হবে। বিষয়টি নজরে আনার জন্য চিদম্বরমকে ধন্যবাদও জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 
  • Link to this news (বর্তমান)