• মালদহের মানিকচকে ভরা বাজারে দুষ্কৃতীদের বোমাবাজি, নিহত কংগ্রেস নেতা
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, ইংলিশবাজার: সাত সকালেই মালদহের মানিকচকে বোমাবাজি। জনবহুল এলাকায় বোমাবাজিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল। জানা গিয়েছে, আজ, রবিবার সকালে মালদহের মানিকচকের ধরমপুর বাজারে এসেছিলেন কংগ্রেস নেতা শেখ সইফুদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি যখন বাজার করছিলেন তখনই তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। সেই বোমার আঘাতেই গুরুতর জখম হয়ে মৃত্যু হয় কংগ্রেস নেতার। পুরনো রাজনৈতিক শত্রুতার জেরেই এই  খুন বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিস বাহিনী। বোমাবাজির ঘটনার প্রতিবাদে ধরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন স্থানীয় বাসিন্দারা। মৃত কংগ্রেস নেতার ছেলে কর্নেল শেখের অভিযোগ, ‘ধরমপুরের যুব তৃণমূলের অঞ্চল সভাপতি নাসির ও তাঁর লোকজন এই হামলা চালিয়েছে। বাবাকে লক্ষ্য করে পিছন থেকে দুটো বোমা ছোড়া হয়।  পুরনো রাজনৈতিক বিবাদ ছিল।’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)