সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোচনার টেবিলে বসবেন নাকি আন্দোলন করবেন, তা নিয়ে দ্বিধাবিভক্ত জুনিয়র ডাক্তাররাই। এবার একেবারে ‘হাতেগরম প্রমাণ’ দিলেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার আগে চিকিৎসকদের ধরনা মঞ্চের কথোপকথন প্রকাশ্যে এসেছে। যেখানে জনৈক আন্দোলনকারীকে বলতে শোনা যায়, “কিছু হলে সব দায়িত্ব তোকে নিতে হবে।” বস্তুত যেখান থেকে স্পষ্ট বৈঠক ভেস্তে দিতে চেয়েছিলেন জনাকয়েক ‘অতি বাম’ আন্দোলনকারী। স্রেফ জেদের বসেই আন্দোলন ভেস্তে দিয়েছেন তাঁরা।
এক্স হ্যান্ডেলে একটি অডিও পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, ‘CM-র বাড়ি যাওয়ার আগে ধরনামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ। এটাও Live হলে জনগণের বুঝতে সুবিধে হত। স্পষ্ট, একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিল।’ সঙ্গে লিখেছেন, ‘এই অডিও কারুর টেলিফোন কথন নয়। এটি ওঁদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা।’