'একটি কণ্ঠ আমার', কুণালের অডিয়ো ক্লিপ নিয়ে দাবি জুনিয়র ডাক্তারের
এই সময় | ১৬ সেপ্টেম্বর ২০২৪
কুণাল ঘোষের অডিয়ো ক্লিপ ডাক্তারদের আলোচনারই, জানালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। শুধু তাই নয়, ওই অডিয়ো ক্লিপে একটি কণ্ঠস্বর তাঁরও বলে জানিয়েছেন তিনি। তবে যে দাবিতে অডিয়োটি সামনে আনা হয়েছে, তা সত্যি নয় বলে জানান অনিকেত।রবিবার একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যেখানে কুণালের অভিযোগ, আলোচনা করবেন নাকি আন্দোলন তা নিয়ে আন্দোলনকারীদের নিজেদের মধ্যেই দ্বিমত ছিল। এই অডিয়োয় এক আন্দোলনকারীকে বলতে শোনা যায়, 'কিছু বলে সব দায়িত্ব তোকে নিতে হবে।'
শনিবার ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে গিয়েছে। মূলত লাইভ স্ট্রিমিং বা ভিডিয়োগ্রাফির দাবিতে অনড় ছিলেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্দোলনকারীদের বৈঠক করতে চাওয়ার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।
রবিবার এই অডিয়ো ক্লিপটি প্রকাশ করেন কুণাল। তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার আগে ধর্নামঞ্চে নিজেদের মধ্যে একটি বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। এই অডিয়ো ক্লিপটি সেই বৈঠকের একটি অংশ। কুণালের সংযোজন, 'এই বার্তালাপ Live হলে জনগণের বুঝতে সুবিধে হত। স্পষ্ট, একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিল।'
কী শোনা যাচ্ছে এই অডিয়োতে?
অডিয়োতে অনেককেই কালীঘাটের বৈঠক সম্পর্কে বিভিন্ন কথা বলতে শোনা গিয়েছে। অনেকে সরকারের সমস্ত দাবি মেনে বৈঠক করার পক্ষে মত দিচ্ছেন, আবার কেউ ভিডিয়োগ্রাফি বা লাইভ স্ট্রিমিংয়ের পক্ষে মত দিচ্ছেন। অনেকে সুপ্রিম কোর্টের আগামী মঙ্গলবার শুনানি প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্ট যদি কড়া পদক্ষেপ নেয় এরপর সেক্ষেত্রে দায় নিতে হবে অপর পক্ষকে, সেই প্রসঙ্গও উঠে আসে এ দিনের বৈঠকে। কুণালের প্রকাশ করা এই অডিয়ো ক্লিপ সামনে আসার পরেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
কী বলছেন আন্দোলনরত চিকিৎসকরা?
এই অডিয়ো ক্লিপটি জুনিয়র ডাক্তারদের বৈঠকের বলে জানাচ্ছেন অনিকেত মাহাতো। তিনি বলেন, ‘জল্পনার কোনও জায়গা নেই। এই অডিয়োটি আমাদের আলোচনার অডিয়ো। কিন্তু এই অডিয়োকে সামনে রেখে কুণাল ঘোষ যে দাবি করেছেন আমাদের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে, তা সত্য নয়। গণতান্ত্রিক পরিসরে যেভাবে আলোচনা হয় আমরা সেভাবে আলোচনা করি। আলোচনার কোনও একটি অংশ তিনি প্রকাশ্যে এনেছেন। আমাদের আন্দোলনকে ভাঙার একটি চেষ্টা বলে মনে করছি। ওই অডিয়োয় একটি কণ্ঠ আমারই।’