সংবাদদাতা, নবদ্বীপ: মহিলাকে উত্ত্যক্ত করা ও কুপ্রস্তাবের অভিযোগে এক পুলিসকর্মীকে গ্রেপ্তার করা হল। রবিবার সকালে নবদ্বীপ পুরসভার ৪নম্বর ওয়ার্ডের গঙ্গানগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম মলয় দাস। তিনি রাজ্য সশস্ত্র পুলিসে কর্মরত। এদিন ধৃতকে নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক দু’দিন জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১১সেপ্টেম্বর বিকেলে এক মহিলাকে পথ আটকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি শাড়ি ধরে টানাটানি করার অভিযোগ উঠেছে ওই পুলিসকর্মীর বিরুদ্ধে। ওই মহিলা স্বামীর সঙ্গে গিয়ে গত ১২সেপ্টেম্বর নবদ্বীপ থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে রবিবার সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। অভিযোগকারী মহিলার স্বামী জানান, শুধু তাঁর স্ত্রীকে নয়, পাড়ার বহু মহিলাকে উত্ত্যক্ত করতেন ধৃত পুলিসকর্মী। এর আগেও তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।