বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাউ কুলের চাষ, মাথায় হাত কৃষ্ণগঞ্জের কৃষকদের
বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, কৃষ্ণনগর: নিম্নচাপের টানা বৃষ্টিতে কৃষ্ণগঞ্জের অর্থকরী ফল ভারত সুন্দরী, বাউ কুলের ফুল ঝরে যাওয়ায় চাষিদের মাথায় হাত। কৃষ্ণগঞ্জ ব্লকে ১০০ হেক্টর জমিতে প্রায় কয়েক হাজার চাষি কুল চাষ করে। টানা নিম্নচাপের বৃষ্টিতে কুলের ফুল ঝরেছে। গাছ হেলে গিয়েছে। ফলে কৃষ্ণগঞ্জের চাষিরা ক্ষতিগ্রস্ত। প্রতি বছর সরস্বতী পুজোর সময় কুলের চাহিদা বাড়ে। চাষিরা এই মুহূর্তে বিকল্প চাষের জন্য ভারত সুন্দরী, বাউ কুলের চাষ করছে। অল্প সময়ে ভালো আয়ের উদ্দেশ্যে গতানুগতিক চাষ থেকে বেরিয়ে কৃষ্ণগঞ্জের প্রায় হাজার খানেক চাষি এই বিকল্প চাষ করছেন। কৃষ্ণগঞ্জের শিবনিবাস, ভাজনঘাট, জয়ঘাটা ও গোবিন্দপুর পঞ্চায়েত এলাকায় ব্যাপক ভাবে এই কুলের চাষ হয়। কৃষ্ণগঞ্জ ব্লকের উদ্যান পালন দপ্তর ২০১৯ সালে আতমা প্রকল্পের মাধ্যমে এই ভারত সুন্দরী, বাউ কুলের চাষ শুরু করে। এই কুল সরস্বতী পুজোর সময় প্রায় ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়। এই ভারত সুন্দরী কুলটি দেখতে অনেকটা ছোট আপেলের মতো। একে থাই আপেল কুলও বলা হয়। এই কুল চাষে ঢালু জমি ও দোঁয়াশ মাটি দরকার হয়। এই চাষে অল্প খরচে বেশি লাভ হয়। এলাকার অন্য চাষিরাও এখন এই কুল চাষ করতে আগ্রহী হচ্ছেন। এই কুলের সঙ্গে গত কয়েক বছরে বাউ কুল চাষ করে স্বনির্ভর হয়েছেন চাষিরা। নতুন যাঁরা বাউ কুল চাষে উদ্যোগী হচ্ছেন তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে উদ্যান পালন দপ্তর। বিশেষ পদ্ধতিতে বিদেশি ফলের মিশ্র শংকর প্রজাতিতে এই কুলকে বাংলাদেশ প্রথম পরীক্ষা-নিরীক্ষা করে বাজারে আনে। তাই ওখানকার বিশ্ববিদ্যালয়ের নামে এই কুলের পরিচয় হয়ে গিয়েছে। ভাজনঘাটে ৫ বিঘা জমিতে কুল চাষ করেন সুশান্ত ঘোষ। তিনি বলেন, ‘প্রবল ঝড়বৃষ্টিতে গাছ ঝরে পড়ে গিয়েছে। জলের মধ্যে গাছ পড়ে থাকায় ফুল নষ্ট হয়ে যাবে। ভারত সুন্দরীর কুঁড়িও চলে এসেছিল। সেগুলো ক্ষতি হয়েছে। এখানে কুল চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হল। পাবাখালির কুল চাষি রমেন রায় ৩ বিঘা জমিতে কুল চাষ করেছেন। তিনি বলেন, এই সময়ে ভারত সুন্দরী কুলের ফুল, কুঁড়িও চলে এসেছিল। এই নিম্নচাপের বৃষ্টিতে ফুল ঝরেছে। কুঁড়িরও ক্ষতি হয়েছে। এ প্রসঙ্গে কৃষ্ণগঞ্জ ব্লকের কৃষি আধিকারিক বিনয় প্রামাণিক বলেন, কৃষ্ণগঞ্জের ভারত সুন্দরী, বাউ কুল বাইরের রাজ্যেও যায়। এই কুল চাষ করে চাষিরা ভালো অর্থ উপার্জন করেন। নিম্নচাপের বৃষ্টিতে শুনছি এই চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে।