• তেহট্ট হাসপাতালে জল জমে রোগীদের দুর্ভোগ চরমে
    বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা তেহট্ট: লাগাতার বৃষ্টির জেরে তেহট্ট মহকুমা হাসপাতালের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় সেই জল নামেনি। হাসপাতালে ঢোকার রাস্তায় জল থই থই করছে। এই পরিস্থিতিতে রোগী ও তাঁদের আত্মীয়রা দুর্ভোগে পড়েছেন। জমা জল পেরিয়েই তাঁদের যাতায়াত করতে হচ্ছে। জল জমে থাকায় তাঁদের মধ্যে ডেঙ্গুর আশঙ্কাও ছড়িয়েছে। তেহট্ট মহকুমা হাসপাতালের উপর এই মহকুমার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার একটা অংশের মানুষ চিকিৎসার জন্য নির্ভরশীল। হাসপাতাল চত্বরে মর্গ আছে। এখানে নতুন কিছু ইউনিটও চালু হয়েছে। ডায়ালিসিস কেন্দ্র গড়ার প্রস্তুতি চলছে। এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে রোগী ও তাঁদের পরিবারের যাতায়াত লেগেই থাকে। হাসপাতালে নিকাশি ব্যবস্থার পরিকাঠামো একেবারেই ঠিক নেই। হাসপাতাল চত্বরে ঢোকার পর সুপারের কার্যালয়ের সামনে দিয়ে জরুরি বিভাগে  যাওয়ার রাস্তাতেই জল জমে আছে। সেই জল পেরিয়ে রোগী ও তাঁদের আত্মীয়দের যাতায়াত করতে হচ্ছে।
  • Link to this news (বর্তমান)