সংবাদদাতা, মানবাজার: পুঞ্চার ডাবর গ্রামে নেশাগ্রস্ত অবস্থায় টোটো আটকে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল। শনিবার ওই গ্রামের বাসিন্দা গৌতমকুমার বাউরি থানায় লিখিত অভিযোগ জানান। পুলিস নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে।
গৌতমবাবু পুলিসকে জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা নাগাদ তিনি ও তাঁর মা বিশপুরিয়ায় বোনের বাড়ি থেকে টোটোয় বাড়ি ফিরছিলেন। সেসময় গোবিন্দপুরের কাছে বাবুলাল হাঁসদা নামে এক ব্যক্তি তাঁদের পথ আটকায়। সে টোটোর চাবি কেড়ে নেয়। তারপর টোটোচালক, গৌতমবাবু ও তাঁর বৃদ্ধা মাকে কিল, চড়, ঘুষি মারে। গৌতমবাবুর মা অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাঁর চিকিৎসা করানো হয়।