• দিনহাটায় বিজেপিকে নির্মূলের লক্ষ্যে এগচ্ছে তৃণমূল কংগ্রেস
    বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দিনহাটা: পুজোর আগেই বিজেপিকে ‘নির্মূল’ করার টার্গেট নিয়েছে তৃণমূল কংগ্রেস। দিনহাটা ও সিতাই বিধানসভায় নিয়মিত বিজেপির ঘর ভাঙছে তারা। সিতাইয়ে চলছে যোগদান মেলা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের বাড়ি দিনহাটাতেও হচ্ছে জয়েনিং। পুজোর মুখে দলের ভাঙন নিয়ে চিন্তিত বিজেপিও। তবে দলবদলকারীরা পুনরায় দলে ফিরবেন বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব। 

    তৃণমূলের কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া রবিবার বলেন, প্রতিদিনই সিতাই বিধানসভার কোথাও না কোথাও যোগদান মেলা হচ্ছে। শ’য়ে শ’য়ে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে। পুজোর আগেই সিতাই বিধানসভায় নির্মূল হবে বিজেপি। মন্ত্রী বলেন, দিনহাটার মাটিতে সাম্প্রদায়িক শক্তির কোনও ঠাঁই নেই। অনেকেই ভুল বুঝে বিজেপিতে যোগ দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শামিল হতে এখন তাঁরা তৃণমূলের ফিরছেন। রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন, ক্লাবের কর্মকর্তারাও তৃণমূলে যোগ দিচ্ছেন। 

    কোচবিহার উত্তরের বিধায়ক তথা কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন, মিথ্যা মামলা সহ নানারকমভাবে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। আপাতত ভয় পেয়ে তৃণমূলে যোগ দিলেও কেউ ওই দলে থাকতে পারবে না। বিজেপির আদর্শে বিশ্বাসী কর্মীরা ধীরে ধীরে ভয় কাটিয়ে ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরছেন। যাঁদেরকে ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে, তাঁরা সকলেই ফিরে আসবেন। 

    রবিবার সকালে বিজেপির দিনহাটা বিধানসভার ৩ নম্বর মণ্ডল সাধারণ সম্পাদক অলোক কুমার তৃণমূলের যোগদান করেন। ওই বিধানসভার কিসামত দশগ্রামের একাধিক ক্লাবের কর্মকর্তাও মন্ত্রীর হাত থেকে তৃণমূলের পতাকা নেন। অন্যদিকে, শনিবার পুঁটিমারিতে তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন করেন সংসদ। সেখানেও বিজেপি ছেড়ে শতাধিক পরিবার তৃণমূলে যোগ দেন। শনিবার সন্ধ্যায় সিতাইতে যোগদান মেলা করে তৃণমূল। সেই যোগদান শিবিরে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগ দেয় একাধিক পরিবার। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)