নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তিস্তাপাড়ের শহরে এখন পুজোর আমেজ। বিকেল হলেই মহিলারা বাজারে এসে পুজোর কেনাকাটা সাড়ছেন। বাড়ি ফিরতে কখনও কখনও রাত হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তাঁদের ভরসা জোগাচ্ছে জলপাইগুড়ি জেলা পুলিসের উইনার্স টিম। কালো পোশাকে রাতের অন্ধকারে স্কুটারে শহরে চক্কর কাটছেন বাহিনীর সদস্যারা। কখনও পৌঁছে যাচ্ছেন মেডিক্যাল কলেজে রোগীর পরিজনদের প্রতীক্ষালয়ে, কখনও তাঁদের দেখা মিলছে শপিংমল, মার্কেট চত্বরে। আবার পার্কের আশপাশে বা শহরের অন্ধকার গলির মোড়ের পাশাপাশি মধ্যরাত পর্যন্ত চলছে উইনার্স বাহিনীর টহল। বাহিনীর তৎপরতা দেখে খুশি মহিলারা।
জলপাইগুড়ি মহিলা থানার আইসি ডিকি লামু ভুটিয়া বলেন, আমাদের উইনার্স টিম মাঝরাত পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে। পুজোর শহরে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য মহিলাদের ভরসা জোগাচ্ছে ওই টিম।
রবিবার উইনার্স টিমের এক সদস্য বলেন, পুজোর সময় বাইরে থেকে ছিনতাই গ্যাং শহরে ঢোকে। গতবার আমরা কয়েকজনকে হাতেনাতে ধরেছিলাম। এবারও আমাদের টিম মার্কেট চত্বর, বাসস্ট্যান্ডে বা জনবহুল এলাকায় মোতায়েন থাকছে। আশাকরি, ছিনতাই গ্যাং খুব একটা সুবিধা করতে পারবে না।
শহরের হাকিমপাড়ার বাসিন্দা সোমা মুখোপাধ্যায় বলেন, মেয়ে ক্লাস নাইনে পড়ে। রাতে টিউশন থাকে। বেশিরভাগ দিন আমাকেই নিয়ে আসতে হয়। প্রথম প্রথম বেশ ভয় লাগত। এখন রাস্তায় প্রায়ই উইনার্স টিমের সঙ্গে দেখা হয়ে যায়। পরিচয়ও হয়েছে। তারা ফোন নম্বরও দিয়েছেন। বলেছেন, কোনও সমস্যায় পড়লেই যেন ওঁদের ফোন করি। এতে বেশ আশ্বস্ত হয়েছি।