সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা স্পোর্টস অ্যাকাডেমির ব্যবস্থাপনায় তৃতীয় বর্ষ নৌকাবাইচ প্রতিযোগিতা হল রবিবার। ফালাকাটা হাটখোলা পার্শ্ববর্তী মুজনাই নদীতে এই নৌকাবাইচ প্রতিযোগিতাটি হয়। আটটি দল তাতে অংশ নেয়। স্পোর্টস অ্যাকাডেমির সভাপতি প্রবীর রায় বলেন, আলিপুরদুয়ার জেলার পাশাপাশি জেলার বাইরের দল নৌকাবাইচ প্রতিযোগিতা অংশ নিয়েছিল। প্রথম হয় শ্রীরামপুর, দ্বিতীয় হয়েছে ফালাকাটা এবং তৃতীয় হয়েছে মাথাভাঙার টিম। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল পেয়েছে যথাক্রমে ২০, ১৫ এবং ১০ হাজার টাকা। উপস্থিত ছিলেন, ফালাকাটার বিডিও অনীক রায়।