চ্যাম্পিয়ন এসএসবি
বর্তমান | ১৬ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দার্জিলিং পুলিসকে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল এসএসবি (সেন্ট্রাল)। টাইব্রেকারে তারা দার্জিলিং পুলিসকে ৪-৩ গোলে হারিয়ে দেয়। জলপাইগুড়ি টাউন ক্লাবের মাঠে রবিবার মুখোমুখি হয়েছিল ওই দুই দল। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। পরে টাইব্রেকারে এসএসবি’র পক্ষে গোল করেন অভিমন্যু, দ্বৈমালু ব্রহ্ম, জিৎ কুমার ও যতীন। দার্জিলিং পুলিসের হয়ে গোল করেন সিদ্ধান্ত ছেত্রী, ওয়াংগেং তামাং ও প্রিয়াংশু রানা। টুর্নামেন্টের আয়োজক রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, টুর্নামেন্টে ফেয়ার প্লে ট্রফি পেয়েছে শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এসএসবি’র হরজিন্দর সিং। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন চ্যাম্পিয়ন দলের দ্বৈমালু ব্রহ্ম। সর্বোচ্চ গোলদাতা অজিত। তিনি তিনটি গোল করেছেন। বেস্ট গোলকিপার দার্জিলিং পুলিসের নিগম সিং।
Link to this news (বর্তমান)