সংবাদদাতা, ধূপগুড়ি: রবিবার ধূপগুড়িতে থানা ঘেরাও কর্মসূচি করল বাম ছাত্র-যুব ও মহিলা সংগঠন। বিকেলে ফালাকাটা রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল করে থানার গেটের সামনে জমায়েত হন তারা। সেখানে বিক্ষোভ দেখায় বাম ছাত্র-যুব মহিলা সংগঠনের কর্মীরা।
ভাইরাল অডিও কাণ্ডে জড়িত সন্দেহে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ কমিশনারেট। তার নিঃশর্ত মুক্তির দাবিতে থানা ঘেরাও কর্মসূচি। বাম ছাত্র-যুব ও মহিলা সংগঠনের থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে থানার গেটে বিশাল বাহিনী মোতায়েন ছিল।