নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সোমবার কোচবিহার-২ ব্লকের মহিষবাথান এলাকায় জে ডি হাসপাতালে পুলিস ক্যাম্পের উদ্বোধন হল। পুণ্ডিবাড়ি থানা থেকে ওই এলাকাটি প্রায় ১২ কিমি দূরে। আবার জে. ডি হাসপাতাল থেকে খাগড়াবাড়ি এলাকাটিও কিছুটা দূরে। অনেকদিন ধরে এখানে ক্যাম্প চালু করতে চাইছিল পুলিস। স্বাস্থ্যদপ্তর জমির ব্যবস্থা করে দেওয়ায় এখানে ক্যাম্পটি চালু হল।
এদিন পুলিস ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিস সুপার কৃষ্ণগোপাল মিনা সহ স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা।