সংবাদদাতা, হলদিবাড়ি: এক বছরের শিশুর রহস্যমৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি পঞ্চায়েতের শান্তিনগর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ওই শিশু বাইরে খেলছিল। আশপাশে কেউ ছিল না। সেসময় কিছু একটা শিশুকে কামড়ায়। শিশুটি চিৎকার করে উঠলে তার মা ছুটে আসেন। কিন্তু কিছু বুঝতে পারেননি। কিছুক্ষণ পর শিশুটি নিঃশ্বাস নিতে না পারায় দ্রুত হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, মৃত শিশুটির নাম কিংশুক রায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।