সংবাদদাতা, মাথাভাঙা: রবিবার খলিসামারিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে আসেন কোচবিহারের এমপি জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। এদিন মনীষী পঞ্চানন বর্মার ৯০ তম তিরোধান অনুষ্ঠান উপলক্ষ্যে স্মরণসভার আয়োজন করেছিল পঞ্চানন বর্মা মেমোরিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট। অনুষ্ঠানে সাংসদকে সংবর্ধনা দেওয়া হয়। ট্রাস্টের সম্পাদক গিরীন্দ্রনাথ বর্মন বলেন, আমরা এদিন নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা দিয়েছি। দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নে জগদীশবাবুর কাছে কিছু দাবি জানানো হয়েছে। তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এমপি বলেন, দ্বিতীয় ক্যাম্পাস পঞ্চানন অনুরাগীদের আন্দোলনের ফসল। এখানকার পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক বিষয়ে আমি বিভাগীয় মন্ত্রীর সঙ্গে কথা বলব। সর্বতোভাবে চেষ্টা করব খলিসামারির দ্বিতীয় ক্যাম্পাস পূর্ণাঙ্গভাবে গড়ে তোলার।