সংবাদদাতা, পুরাতন মালদহ: রবিবার দুপুরে গাজোল থানার এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম সুহানী কীর্তনীয়া (১৬)। বাড়ি গাজোলের করলাভিটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোরীর পরিবার স্থায়ী গাজোলের বাসিন্দা। গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখে তাকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গাজোল থানার পুলিস জানিয়েছে, এক কিশোরীর মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।