সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোল থানার এক বধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার তাঁর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতার নাম অলোকা মাহাত (৩৬)। বাড়ি দেওতলা।
শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের প্রতি অভিমান করে অলোকা দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন। দ্রুত সদস্যরা দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গাজোল থানার পুলিস জানিয়েছে, একজনের মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।