নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: দাম্পত্য কলহের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা স্বামীর। ঘটনাটি শনিবার রাতের রায়গঞ্জের সোনাডাঙি এলাকার। মৃতের নাম সুমিত বাঁসফোর(৩৫)। মৃতের স্ত্রী লক্ষ্মী বাঁসফোর এদিন রায়গঞ্জ মর্গে দাঁড়িয়ে বলেন, আমার সঙ্গে অশান্তি হয়। তারপর আমি বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়লে এই কাণ্ডজ্ঞানহীন ঘটনা ঘটায় আমার স্বামী। কাজ থেকে ফিরে ঘরে ঢুকে দেখি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে আমার স্বামী। ঘটনায় রায়গঞ্জ থানার পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে।